Header Ads

Header ADS

"দৌলত কাজী"-আরাকান রাজসভার আদি কবি


জন্মসালঃ ১৬০০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

-মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ।   

-আরাকান রাজসভার আদি কবি এবং প্রথম বাঙালি কবি।

-লৌকিক কাহিনীর আদি রচয়িতা

-সবচেয়ে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নামঃ

  = সতীময়নালোরচন্দ্রানী (হিন্দি কবি সাধনের মৈনাসত গ্রন্থের অনুবাদ) ৩ খন্ডে বিভক্ত           গ্রন্থটি।

-কাব্যগ্রন্থটি " পয়ার ত্রিপদী ছন্দে "রচিত।

-শ্রী সুধর্ম রাজার আমলে তার লস্কর উজির আশরাফ খানের আদেশে এই কাব্যগ্রন্থটি রচনা করেন।

-কাব্যে ব্যবহৃত হয়েছে দুটি ভাষার মিশ্রণ- (ক)বাংলা (খ)ব্রজবুলি

-এছাড়াও কাব্যে ব্যবহৃত হয়েছে - রামায়ণ,মহাভারত ও বৈষ্ণব পদাবলির অনুষঙ্গ।

-নায়িকার বারমাসের সুখ দুঃখের বর্ণনাকে বারমাস্যা বলে।

-সপ্তদশ শতকের কবি।

-অসমাপ্ত -" বারমাসীপদের দ্বাদশ মাস"[১১ মাস পর্যন্ত রচনা করে পরলোক গমণ করেন]। 

মৃত্যুঃ১৬৩৮ সালে। 

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.