Header Ads

Header ADS

প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট


১৮৬১ সালে প্রিন্স উইলিয়াম প্রুশিয়া সিংহাসনে বসেন । এ সময় সমগ্র জার্মানি প্রায় ৩৯ খন্ডে বিভক্ত ছিলো । প্রিন্স উইলিয়াম জার্মানির সম্রাট হওয়ার আগ্রহ পোষণ করলে প্রুশিয়ার রাজ্য পরিষদ বাধা দেয় । এই প্রেক্ষাপটে Prince William ১৮৬২ সালে "অটোভন বিসমার্ক" কে প্রুশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ।

অটোভন বিসমার্ক ক্ষমতায় আরোহন করেই Policy of Blood and Iron নীতি প্রবর্তন করেন ।বিসমার্কের নীতির কারণে সমগ্র জার্মানি ঐক্যবদ্ধ হতে লাগলো । এজন্য তিনি ডেনমার্ককে যুদ্ধে পরাজিত করেন ।

এরমধ্যে Austria'r সাথে "স্যাডোয়ার যুদ্ধ", ফ্রান্সের সাথে "সেডনের যুদ্ধ" দ্বারা উভয় দেশকেই পরাজিত করার মাধ্যমে ঐক্যবদ্ধ জার্মানি প্রতিষ্ঠা করেন অটোভন বিসমার্ক । এর ফলশ্রুতিতে Prince William ১৮৭১ সালে বিসমার্ককে জার্মানির চ্যান্সেলর হিসেব নিযুক্ত করেন । জার্মানিকে টিকিয়ে রাখার জন্য বিসমার্ক জার্মানি,অস্ট্রিয়া,হাঙেরি,ইতালি,রাশিয়া কে নিয়ে একটি মৈত্রীজোট গঠন করেন । এর নাম দেয়া হয় Axis Power.এটি আধুনিক পৃথিবীর ইতিহাসে প্রথম মৈত্রীজোট । এই জোটের মাধ্যমে জার্মানির অর্থনীতির ব্যাপক উন্নয়ন ঘটতে থাকে ।

১৮৮৮ সালে Prince William মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন Prince William second/Junior. জার্মানির ভাষায় রাজাদেরকে বলা হতো" কাইজার" । নবীন কাইজারের সাথে প্রবীণ বিসমার্কের মতবিরোধ দেখা দিতে থাকে । যার কারণে ১৮৯০ সালের ২০ মার্চ অটোভন বিসমার্ককে পদত্যাগ করতে বাধ্য করেন ।

বিসমার্কের স্থলে স্থলাভিষিক্ত হন "লিওভন ক্যাপ্রিভিল"।১৮৯৮ সালে বিসমার্ক মারা যান । বিসমার্কের পদত্যাগের ফলেই মৈত্রীজোট এ  অবিশ্বাসের দেখা দিলে এ জোট থেকে ফ্রান্স, ব্রিটেন,রাশিয়া Allied Power নামে আলাদা একটি জোট গঠন করে ।

১৯০৬-১৯১৪ সাল পর্যন Axis Power এবং Allied Power এর মধ্যে মোট ১৮ টি যুদ্ধ সংঘঠিত হয় ।১৯০৭ সালে অস্ট্র হাঙেরি জোট বলকান অঞ্চল" বসনিয়াকে" দখল করে ফেললে বসনিয়ার বন্ধু দেশ "সার্বিয়ার" জনগন অস্ট্রিয়ার বিরুদ্ধে Black Hand গেরিলা বাহিনী গঠন করে ।

১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ "প্রিন্স ফার্ডিন্যান্ড" ও তার স্ত্রী সার্বিয়ার রাজধানী সারায়াবো ভ্রমণ করতে গেলে Black Hand বাহিনীর সদস্য Gabrilla Princippi কতৃক খুন হন ।

ক্ষুদ্ধ অস্ট্রিয়া প্রথমে ৪৮ ঘন্টা পরে ১ মাস সময় বেঁধে দিলে সার্বিয়া খুনিকে ফেরত না দিয়ে International Conference এর প্রস্তাব দিতেই ২৮ জুলাই ১৯১৪ সালে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যায় ।

১১ নভেম্বর ১৯১৮ সালে এ যুদ্ধ সমাপ্ত হয় এবং ১৯১৯ সালের ২৬ জুন ভার্সাই চুক্তির দ্বারা জার্মানির সীমানা এবং ক্ষমতা হ্রাস করা হয় । 

যুদ্ধের এ ভয়াবহতা থেকে বিশ্বকে মুক্ত রাখতে এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের নেতৃত্বে গঠিত হয় League of Nation (জাতিপুঞ্জ) 



No comments

Theme images by duncan1890. Powered by Blogger.