টপ্পাগান ও পাঁচালী গান
** এক ধরনের গান।
**"নানান দেশের নানা ভাষা
বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা "- নিধু বাবুর একটি গান।
**কবিগানের সমসাময়িককালে কলকাতা ও শহরতলী তে রাগ রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গান।
**হিন্দি টপ্পাগান এর আদর্শ
***বাংলা টপ্পাগানের জনক ছিলেন- নিধু বাবু বা রামনিধি গুপ্ত(১৭৪১-১৮৩৯)।
**টপ্পা থেকেই আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত বলে অনেকের ধারণা।
**"নানান দেশের নানা ভাষা
বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা "- নিধু বাবুর একটি গান।
** টপ্পাগান এর অন্যান্য রচয়িতা হলেন-কালী মির্জা ও শ্রীধর কথক।
**ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকের জনপ্রিয় গান।
**রচয়িতাদের মধ্যে শক্তিশালী কবি হলেন- দাশরথি রায় বা দাশু রায়।
**দাশু রায়ের পাঁচালী পালা প্রকাশিত হয়েছিল- ১০ খন্ডে।
No comments